বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত 

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার থানার উপপরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ বলেন, সকাল ১১ টার দিকে ঢাকা-ভাংগা মহাসড়কে ভাংগাগামী মালিগ্রাম ফ্লাইওভারের উপর সম্ভবত মহাসড়কের মধ্যবর্তী ডিভাইডারের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা ৭ জন মারাত্মকভাবে দ্বগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন। বর্তমান আগুন নিয়ন্ত্রণে। মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক। উদ্ধার কাজ চলমান।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর বলেন, সকাল ১০ টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো। তিনি আরও বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।

টিএইচ